হরিশ্চন্দ্রপুর

প্রধানমন্ত্রীর পরপরই জনসভা মুখ্যমন্ত্রীর

 

লোকসভা নির্বাচনে সমানে সমানে টক্কর দিতে তৈরী সবদল। সর্বশক্তি দিয়ে ঝাপিয়ে পড়ছে ময়দানে। ২৬ তারিখ বিজেপি প্রার্থীদের সমর্থনে জেলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে বিজেপির প্রচারকে টেক্কা দিতে মালদায় প্রকাশ্য নির্বাচনী সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    আগামী ৩০শে এপ্রিল তৃণমূল প্রার্থীদের সমর্থনে মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় প্রকাশ্য নির্বাচনী সভা করবেন তৃণমূল সুপ্রিমো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদা সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে, এরই পাল্টা দিতে সাতদিনের মধ্যেই মালদায় জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী। এই সভাকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে তৎপর পুলিশ প্রশাসন। বুধবার এলাকার পরিদর্শনে যান বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। সমস্ত কিছু খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকাকে, নাকা চেক পয়েন্টগুলোতে চলছে জোরদার চেকিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পরপরই মুখ্যমন্ত্রীর সভা। তিরিশের সভা থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন সুপ্রিমো সেদিকেই তাকিয়ে জেলা তৃণমূল কংগ্রেস।